চুয়াডাঙ্গায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রজত জয়ন্তী পালন

চুয়াডাঙ্গায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের
রজত জয়ন্তী পালন

স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-পিএলসি’র ২৫ তম বার্ষিকী উপলক্ষ্যে রজত জয়ন্তী পালন করা হয়েছে।

গত রোববার সকাল ৯টায় শহরের মালিক টাউয়ারের দ্বিতীয় তলায় ব্যাংকের কার্যালয়ে এ উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাওলানা কারী মো. মকবুল হোসেন দোয়া পরিচালনা করেন।
দোয়া’র অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-পিএলসি’র নবাগত শাখা ব্যবস্থাপক স্বপন মাহমুদ, সেকেন্ড অফিসার মো. তরিকুল ইসলাম, বিনিয়োগ অফিসার (ইনচাজ) তরিবুল ইসলাম, বিনিয়োগ বিভাগের জুনিয়র অফিসার মনির উদ্দিন, জিডি অফিসার (ইনচার্জ) মো. জাহেদ, ব্যাংকের গ্রাহক মো. হানিফ মিয়া, মিয়া মো. সোয়েব, মোতাহার হোসেন জোয়ার্দ্দার, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, ছাব্দার হোসেন ও আব্দুল খালেকসহ অন্যান্য গ্রাহকেরা উপস্থিত ছিলেন। এসময় ব্যাংকের গ্রহকদের মিষ্টি করান হয়।

চুয়াডাঙ্গা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-পিএলসি’র শাখা ব্যবস্থাপক স্বপন মাহমুদ বলেন, ব্যাংক প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী পালন উপলক্ষে ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গ্রাহকদের উত্তম সেবা দেয়ায় আমাদের একমাত্র লক্ষ্য। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।