জাঁকজমকপূর্ণ ভাবে চুয়াডাঙ্গা জেলা যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

জাঁকজমকপূর্ণ ভাবে চুয়াডাঙ্গা জেলা যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা যুবদলের আয়োজনে ২৭/১০/২০২৪ ইং তারিখ রোজ রবিবার সকাল ৭.৩০ মিনিটে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,সকাল ১০:০০ মিনিটে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি দুস্থ অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ।   বিকাল ৩.৩০ মিনিটে চুয়াডাঙ্গা শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন করে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমী প্রঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তারা বলেন।

আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি ২০২৪ এর স্বৈরাচার বিরোধী সংগ্রাম দেখেছি, গণতন্ত্র বিরোধী সংগ্রামে রক্ত ক্ষয় আন্দোলনের মাধ্যমে দেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে, দেশের এই স্বৈরাচার মুক্ত স্বাধীনতা আমাদের করতে হবে, আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা দলের ভিতর ঢুকে এই স্বাধীনতাকে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত আছে এই সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিয়ে স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে হবে।

উক্ত সভায় চুয়াডাঙ্গা জেলা যুবদলের সংগ্রামী ও বিপ্লবী সভাপতি শরিফুজ্জামান সিজার এর সভাপতিত্বে ও চুয়াডাঙ্গা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র অন্যতম নেতা আখতারুজ্জামান আক্তার, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত )ও সিনিয়র সহ-সভাপতি তৌফিক এলাহ।

এছাড়া উপস্থিত ছিলেন

সহ-সভাপতি- আবুল কালাম আজাদ, শহীদ হোসেন লাড্ডু, আরিফুরজামান পিন্টু, যুগ্ম সধারণ সম্পাদক হাজী রবিউল মল্লিক, বকুল হোসেন বকুল, আপূর্ব কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সাইফুল ইসলাম সুমন, পিনু মুন্সি, আজান শেখ,মাহবুব, আবদার হোসেন রাজু, সহ অর্থ সম্পাদক হাসান,প্রচার সম্পাদক- ইমরান হোসেন উজ্জল, সহ-দপ্তর সম্পাদক- হাসান বিশ্বাস আশা, সহ-আইন সম্পাদক- ইয়াছিন আরাফাত ফিরোজ, ক্রিড়া সম্পাদক- আহনাফ শাহারিয়ার সনি, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক- মিলনুর রহমান চঞ্চল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক- মিজানুর রহমান রানা, মৎস ও পশু পালন সম্পাদক- সোহেল রানা টুটুল,ত্রাণ  বিষয়ক সম্পাদক হাসান, সদস্য- ইদাদুল হক ইমদাদ, শিপন,সজীব, শিবলু, হামিদ উদ্দিন রিপন,টারজান, আকুল,নজরুল ইসলাম।

চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মালিক রাহাত হাসান রাজীব,সদস্য মাওলা, নাজমুল,জাহাঙ্গীর, লিটন, সানোয়ার, হামিদুল ইসলাম,শাহিন,  সোহেল, বাবুল আক্তার, বুলবুল, আলী,ইদ্রিস, রাব্বি, হাসান, নাসির,সাত্তার, রনি, খোকন, সজীব, সাদ্দাম,পারভেজ,  শিপন, বাবুর রহমত, আবু কাইয়ুম বাবু, ফারুক, সুমন, পিয়াস, আলমগীর, সিজার, হেলাল, সোহেল, রাফিক জামান, সেলিম, জীবন,শুকুর আলী, শ্যামল, শান্তি, মমিন, মিল্টন,আরিফ,শামীম, রাকিব, ইমন,শাহীন, সাইফুল,রাব্বি, সোহাগ,ইসানুল।

 চুয়াডাঙ্গা পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক সোলাইমান হক,সাইফুল ইসলাম জনি, সদস্য হাবিবুর রহমান স্কয়ার, মামুন মল্লিক, হান্নান, মোহাম্মদ বকুল, সুমন রশিদ, মনিরুজ্জামান মিন্টু, ফুরাদ, আবুল মালেক,রিংকন, মোহাম্মদ রিপন, তারেক রহমান শুভ, তারেক রহমান সোহান, রিয়াদ, রকি, লিকু,শফিকুল ইসলাম বাপ্পি, স্বপন, আবুল বাশার, রিঙ্কু আহমেদ, জয়নাল আবেদীন, ডালিম, তুহিন, সিরাজ, কমল, লিওন, জালাল, সুমন, সুজন, মামুন, মানিক, আসাদ, কালাম, রাজু, জিনারুল, নয়ন, বিপ্লব, মিলন, সালাউদ্দিন, বাপ্পি,বাবু,মোহন, রানা,অনেক, মুকুল,সাম্মি,দুইখে, রাসেল আরেফিন,কিতাব,হিরা,বাচ্চু,রনি,বিদ্যুৎ, আমিরুল, ফরজ।

আলমডাংগা পৌর  যুবদলের আহ্বায়ক  নাজিম উদ্দিন মোল্লা,যুগ্নাহবায়ক ফারুক উজ্জামান, আব্দুল আল মামুন, আসাদুজ্জামান মিন্টু,যুবদল নেতা  চয়েন,মামুন,আলমগীর,সোহেল,বাদশা,ময়নাল,বাবু, বাচ্চু, শরিফ, আসলাম, আসাদুল, সাজেদুল, নজরুল,অমিত,সাব্বির,  মুস্তাকিন,ওল্টু,তুষার, সম্রাট, মিলন,বকুল,ফরিদ,নাছিম, মাফুজ, রনি, সাগর, সিজান।

আলমডাঙ্গা উপজেলা যুবদল মোহাম্মদ আক্কাস আলী, জহুরুল ইসলাম, জেনারুল ইসলাম, ইমরান হোসেন,  হেলাল উদ্দিন, আশাবুল হক, সজীব হোসেন, মোহাম্মদ জিকু,মোঃ মবিরুল ইসলাম, মোঃ নাজিম উদ্দিন,মোঃ সিরাজুল ইসলাম,মোঃ জিয়াউর  রহমান, সোহাগ হোসেন, সেলিম বিশ্বাস, আনোয়ার হোসেন, মক্কেল আলী, চয়ন,জিনারুল ইসলাম, শিমুল হোসেন, মনিরুল ইসলাম, মাইদুল হোসেন, মোহাম্মদ জলিল, মোহাম্মদ সেতু,আরিফুল ইসলাম,মামুন, আরিফ, জনি, বিদ্যুৎ, রিফাত,নাঈম, মমিনুল, নাজিম,মতিয়ার,টাইফুল ইসলাম, মক্কেল আলী,সাজিদ হাসান ডিনার,আবির।

দামুড়হুদা  উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম সেলিম, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবাল, সবুজ লস্কর। সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আনিসুর রহমান আনিচ। পৌর ছাত্রদলের যুগ আহবায়ক নেওয়াজ শরীফ।