জীবননগরে বাথরুমে যাওয়ার কথা বলে থানা থেকে পালালেন ১ নারী আসামি

জীবননগরে বাথরুমে যাওয়ার কথা বলে থানা থেকে পালালেন এক জন নারী আসামি
অফিস: চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের চোখ ফাঁকি দিয়ে থানা থেকে পালিয়ে গেছেন মনোয়ারা খাতুন (৩০) নামের মাদক মামলার এক আসামি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পলাতক মনোয়ারা খাতুন ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মন্ডলের মেয়ে।
বুধবার (৩০ অক্টোবর) সকালে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে ৮৪ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ মনোয়ারা খাতুন ও তার সঙ্গী নাজমুল হুদাকে আটক করেন বিজিবি সদস্যরা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘আমাদের অভিযান চলছে। আমি নিজেই অভিযানে আছি। পরে কথা বলছি ভাই।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, ‘নারী আসামিদের নারী ও শিশু ডেস্কে রাখা হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে থানা থেকে দৌড়ে পালিয়ে যান মনোয়ারা। তাকে ধরতে অভিযান চলছে। আশা করছি, খুব শিগগির তাকে গ্রেফতার করা হবে।