চুয়াডাঙ্গায় নারী ফেরীওয়ালাদের মাঝে ৮টি নিরাপদ খাবার গাড়ি প্রদান

চুয়াডাঙ্গায় নারী ফেরীওয়ালাদের মাঝে ৮টি নিরাপদ খাবার গাড়ি প্রদান

স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসম্মতভাবে খাবার বিক্রির জন্য নারী ফেরিওয়ালাদের মাঝে ৮টি নিরাপদ খাবার গাড়ি প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরেরপৌরভূমি কার্যালয় চত্বরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে গাড়ি তুলে দেন।
চুয়াডাঙ্গার বেসরকারি সংস্থা রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম , সমাজ সেবা অফিসার নাজমুল হোসেন ও উপকারভোগিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আমেনা আক্তার।

অনুষ্ঠানে এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকের সহধর্মির্ণী সালমা রহমান ও প্রধান শিক্ষক আব্দুর রহমান বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ড. জিল্লুর রহমান বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য এনজিও ফাউন্ডেশন দেশব্যাপী কাজ করছে। একদিন বিশে^র উন্নত দেশের কাতারে বাংলাদেশ চলে যাবে সেই প্রত্যাশা করছি। যাতে বাংলাদেশ মাথা উঁচু করে চলতে পারে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন রিলিফের কাজ করেনা। প্রায় বারো শো সহযোগি সং¯’ার মাধ্যমে প্রান্তিক দরিদ্র মানুষকে স্বাবলম্বী করার কাজ করে। রিসো’র এই কাঁচ ঘেরা খাবার গাড়িগুলো অত্যন্ত সুন্দও হয়েছে, আশা করি যে ৮ জন এই গাড়ি পেলেন একদিকে যেমন তাদেও পরিবারের আর্থ-সামাজিক অব¯’ার উন্নয়ন হবে, অপরদিকে তারা স্কুলের শিশুদের কাছে স্বাস্থ্য’সম্মতভাবে নিরাপদ খাবার বিক্রি করতে পারবেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ চুয়াডাঙ্গার বিভিন্ন স্কুলের সামনে ও পাড়া, মহল্লায় ভাজ াবিক্রি করা ৮জন নারীর কাছে ৮টি কাঁচ ঘেরা গাড়ি হস্তান্তর করেন। কাঁচ ঘেরা খাবার গাড়িগুলোর সাথে ১টি কওে বড় ছাতা, বালতি, মগ,সাবান দানি, সাবান, গামছা ও টুল প্রদান করা হয়।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার বিভিন œপ্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপ¯ি’ত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, রিসো’র সমন্বয়কারী দারুল ইসলাম। সার্বিক সহযোগিতা করেন, ফিল্ড অফিসার সাধন কুমার কর।