আজ বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলো,কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ভাগজোত গ্রামের ইসমাইল মন্ডলের স্ত্রী তিলক নেছা (৪৫) একই উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের আসমত আলীর স্ত্রী কোহিনুর খাতুন ( ৫০) ও গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে ইনতাজুল ইসলাম (৩৫)কে নগদ ৭ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন, ৮কেজি গাঁজা, ও একটি ভ্যানগাড়ীসহ তাঁদের গ্রেফতার করা হয়।
এব্যাপারে মেহেরপুর মাদক দ্রব্য অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদেব ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ আর্টিলারী ফিল্ড রেজিমেন্টের ক্যাপ্টেন রওশান আহমেদের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মেহেরপুর জেলা হাজতে প্রেরণ করা হবে।
Leave a Reply