ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা তাহজীব আলম সিদ্দিকী সমিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকার সাভার নবীনগর এলাকা থেকে র্যাব-৪ তাকে গ্রেফতার করে। এরপর ঝিনাইদহ আদালতে পাঠানো হয় তাকে। শুক্রবার সকালে ঝিনাইদহ সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ ৩টি মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে ৩ দিনপর রিমান্ড মঞ্জুর করে আদালত।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঝিনাইদহ- ২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমিকে র্যাব- ৪ ঢাকা নবীনগর এলাকায় অভিযান চালিয়ে গ্রফতার করে। শুক্রবার ভোররাতে তাকে ঝিনাইদহ সদর থানায় নিয়ে আসা হয়। পরে সকাল ১০টায় তাকে আদালতে পাঠানো হয়। তাহজীব আলম সিদ্দিকী সমির বিরুদ্ধে ঝিনাইদহে ১১ বছর আগের জামায়াত কর্মী আব্দুস সালাম হত্যার ঘটনায় গত ২৭ আগস্ট একটি হত্যা মামলা, গত ৪ আগস্ট জেলা বিএনপির অফিস ও জেলা বিএনপির সভাপতি এডভোকট এম.এ মজিদের বাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় ২টি মামলাসহ মোট ৩টি মামলা রয়েছে। এসব মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
তাহজীব আলম সিদ্দিকী সমি ২০১৪ সালে সতন্ত্র ও ২০১৮ সালে আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য নির্বাচিত হন। এবং ২০২৪ সালে আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করে সতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের কাছে পরাজিত হন। তিনি সাবেক ছাত্রলীগের কেদ্রীয় সভাপতি মরহুম নুরে আলম সিদ্দিকীর ছেলে ও ঢাকা ডরিন পাওয়ার প্লান্ট লিমিটড এর মালিক
Leave a Reply