স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে-২০২৫ প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। আজ বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। কোন পদে একাধিক প্রার্থী না থাকায় ১৫ টি পদে সকলেই বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
নির্বাচনে সভাপতি পদে সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক পদে আহসান আলীসহ ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
এদিকে, আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও কেউই মনোনয়নপত্র জমা দেননি।
নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সহ-সভাপতি পদে মানজার আলী জোয়ার্দ্দার হেলাল ও আব্দুল্লা আল-মামুন এরশাদ, যুগ্ম-সম্পাদক পদে এস.এম হুমায়ুন কবীর ও মসিউর রহমান পারভেজ, কোষাধ্যক্ষ পদে এস এন এ হাশেমী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শাহজামাল (জামাল), গ্রন্থাগার সম্পাদক পদে জীল্লুর রহমান জালাল প্রার্থী হয়েছেন। কার্যকরী সদস্য পদে রুবিনা পারভীন রুমা. বজলুর রহমান লাভলু, ইকরামুল হক, রাগিব আহসান, আশিকুর রহমান রাজ ও শরিফুল ইসলাম (২) প্রার্থী হয়েছেন।
প্রার্থীতা জমা দেয়ার সময়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, মারুফ সরোয়ার বাবু-পিপি, মুন্মি মো. শাহজাহান মুকুল-স্পেশাল পিপি, সিনিয়র আইনজীবী ওয়াহেদুজ্জামান বুলা, সিরাজুল ইসলাম ও অসম আব্দুর রউফসহ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনের তফশিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর ভোট গ্রহনের দিন ধার্য্য আছে। ১৪ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং চূড়ান্ত তালিকা প্রকাশের দিন রয়েছে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২১৫ জন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে অ্যাড. শাহ আলম দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন অ্যাড. তসলিম উদ্দীন ফিরোজ ও অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
Leave a Reply