চিত্তরঞ্জন সাহা চিতু: চুয়াডাঙ্গার জনপ্রিয় ‘মিঠাই বাড়ি’ মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা বিমান মারা গেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)।
আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল অনুমানিক সকাল ৭টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।গোলাম মোস্তফা বিমান চুয়াডাঙ্গা শেখপাড়ার মোনাজাত আলির পুত্র।
জানা গেছে, তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ২/৩ দিন যাবত জ্বরে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার সকালে তিনি মারা যান।
এদিকে, গোলাম মোস্তফা বিমানের মৃত্যুতে জেলাজুড়ে নেমে আসে শোকের ছায়া। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।
উল্লেখ্য, কয়েক বছর আগে চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র বড় বাজারে ‘ মিঠাই বাড়ি ‘ নামক একটি মিষ্টির দোকান চালু করেন। তার কয়েক দিনের মধ্যেই সুনাম ছড়িয়ে পড়ে।
Leave a Reply