ঝিনাইদহে দুরপাল্লার সাঁতার প্রতিযাগিতা অনুষ্ঠিত

ঝিনাইদহ সংবাদদাতাঃ সাঁতার শিখুন সচ‌েতনতা বাড়াত‌ে ঝিনাইদহ‌ে দুরপাল্লার সাঁতার প্রতিযাগিতাঅেনু‌‌ষ্ঠতি হ‌য়ে‌ছে। ‘সাতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা’ এ শ্লোগানক‌ে সামন‌ে র‌েখ‌ে এবিএম, বিআইএন ফাউন্ড‌শেন ও সিটিজ‌েন ন‌েটওয়ার্ক‌ের সহযা‌েগিতায় এ প্রতিযা‌েগিতার আয়া‌েজন করা সাফ সুইমিং একাড‌েমি।
রা‌েববার বিক‌েল‌ে শহর‌ের প‌ৌর ইকা‌েপার্ক এলাকা থ‌েক‌ে সাঁতার প্রতিযােগিতা শুরু হয়। প্রায় ২ কিলামিটার এ প্রতিযাগিতায় অংশ ন‌েয় শহর‌ের বি‌ভিন্ন সাঁতার একাডমীর ১৮ জন সাতারু। যা দ‌েখত‌ে নদীর পাড়‌ে ভীড় কর‌ে নানা শ্রণিপ‌েশার শত শত মানুষ। ২ কিলা‌েমিটার নদীপথ পাড়ি দিয়‌ে পুরাতন ধা‌েপাঘাটা ব্রীজ এলাকায় গিয়‌ে শ‌েষ হয় এ প্রতিযা‌েতিা।
এতে প্রথম হয় সদর উপজ‌েলার ভুটিয়ারগাতি গ্রাম‌ের সাতারু সুজা উদ্দিন। পর‌ে বিজয়ী ও অংশগ্রহণকারীদ‌ের মাঝ‌ে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান‌ে জ‌েলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান, প্রক‌ৌশলী হাসিবুল কবির, সেফ সুইমিং একাড‌েমির পরিচালক মাহাফুজুর রহমান বিপ্লব, কাজী আলী আহম্মদ লিকু, সাঁতারু সংগঠক নাজিম উদ্দিন জুলিয়াস, সাংস্কৃ‌তিক কর্মী শাহিনুর আলম লিটন, গাউস গ‌োর্কি, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম‌্যান হাবিবুর রহমানসহ অন্যান্যরা উপ‌স্থিত ছিল‌েন।
আয়া‌েজক মাহাফুজুর রহমান বিপ্লব, নদীমাতৃক দ‌েশ সাঁতার না জানা একটি অভিশাপ। আমরা সকলক‌ে সাঁতার‌ের গুরুত্ব ও প্রয়াজনীয়তা জানাত‌ে এই আয়া‌েজন কর‌েছি।