মোঃজাহাঙ্গীর আলম রিকো (লালমনিরহাট): লালমনিরহাটে হাতীবান্ধায় ২শতক জমির জন্য মামার কোদালের আঘাতে ভাগিনা হাফিজার রহমান মৃত্যু। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ, তবে পুলিশ বলছে অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জানাগেছে, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালাল পাড়া এলাকায় গতকাল দুপুরে বোনের জমি দখল করতে গেলে ভাগিনা বাধা দেওয়ায় মামা শহিদুল, রশিদুল ও আহাদুলসহ কয়েকজন ব্যক্তির কোদাল ও লাঠির আঘাতে ভাগিনা হাফিজার রহমান গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে আজ সোমবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর রহমান এর মৃত্যু হয় । এ ব্যাপারে পরিবারের মাঝে নেমেছে শোকের ছায়া তবে পরিবারের দাবি এ হত্যাকান্ড পরিকল্পিত সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন পরিবার
ফকিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান বলেন, এই ২ শতক জমি নিয়ে আমি নিজেই কয়েকবার শালিস বৈঠক করেছি। তারপরও আমি মিংমাংসা করতে পারিনি। দু এক দিনের মধ্যে আইনজীবির মাধ্যমে বিষয়টি সমাধান করার কথা ছিল। কিন্ত এর মধ্যেই দু:খজনক ঘটনাটি ঘটে।
বিষয়টি নিয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহামুদুন নবী জানান, জমি সংক্রান্ত্র জেরে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply