আন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত 

রকি/তুহিন: চুয়াডাঙ্গার জীবননগরে আন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। সোমবার (৯ডিসেম্বর) সকাল ১১টার সময় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জীবননগর উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালীবের হয়। তারপর র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে একটি আলোচনা সভা হয়।
এসময় জীবননগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ শাহিনুর হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন হোসেন বিশ্বাস, উপজেলা সমাজ সেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল।
তাছাড়াও আরো ছিলেন ডাঃ হেলেনা আক্তার নিপা, উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী মাহবুবু হোসেন, জীবননগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এম আর বাবু সহ অনেকে।