মহেশপুরে ভূমিহীন হিসাবে পাওয়া সরকারী খাস জমি এখন প্রভাবশালীর দখলে

মহেশপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া গ্রামের তোফাজ্জেল বিশ্বাসের ছেলে রবিউল ইসলামের ভুমিহীন হিসাবে পাওয়া খাস জমি ঐ একই গ্রামের স্থানীয় প্রভাবশালী সাবেক আলিকদর চেয়ারম্যানের ছেলে কানন জোরপূর্বক দখলে করেছে।
শনিবার সকালে রবিউল ইসলামের স্ত্রী সায়েরা খাতুন সাংবাদিকদের বলেন,আমরা অসহায় বলে সরকার থেকে ভূমিহীন হিসাবে আমি ও আমার স্বামী দুজনে মোট সাড়ে ৪ বিঘা জমি পাই।

হঠাৎ করে আমার স্বামী রবিউল ইসলাম অসুস্থ্য হওয়ার কারণে ঐ একই গ্রামের মোঃ আব্দুল মান্নানের কাছ থেকে ২ বিঘা জমি বাবদ ৩০ হাজার টাকা ১২ বছর চাষ করে খাওয়ার কথা বলে আমরা টাকা নেই। ১২ বছর হওয়ার পর ৩ বছর ধরে আমরা সেই জমিতে চাষ করছি। এখন হঠাৎ করে ক্ষমতার প্রভাব দেখিয়ে আব্দুল মান্নানের ভাইপো সাবেক আলিকদর চেয়ারম্যানের ছেলে কানন আমার স্বামী সাড়ে ৪ বিঘা জমির মধ্যে ১ বিঘা জমি বিক্রয় করেছি বলে জোরপূর্বক জমি দখল করছে। আমাদের সংসারে অভাবের কারণে কাকনের চাচার কাছ থেকে জমি করে খাওয়ার কথা বলে ৩০ হাজার টাকা নিয়েছি কিন্তু বিক্রয় করি নি। সেই সুযোগ কাছে লাগিয়ে কানন এখন জোর করে জমি বিক্রয় করেছি বলে জমি দখল করছে। স্থানীয় বাসিন্দা ইউনুচ আলী ছেলে আব্দুর রহমান বলেন, খাস জমি বিক্রয় হয় না,তবে রবিউল ইসলাম অসুস্থ্য হওয়ার কারণে মান্নানের কাছ থেকে জমি বাবদ ৩০ হাজার টাকা নেয় কিন্তু আমার জানা মতে জমি বিক্রয় করা হয়নি।

এবিষেয়ে কাননে সাথে যোগাযোগ করলে তিনি বলে,আমি জমি কিনে নিয়েছি। সরকারী জমি বিক্রয় হয় না তবে তাদের টাকার প্রয়োজন হলে পারিবারিক ভাবে স্ট্যাস্প করে জমি কিনে নিয়েছি।