মেহেরপুর জেলা বি এন পির আহবায়ক কমিটি গঠন

মিয়াদুল ইসলাম (গাংনী):   মেহেরপুর জেলা জাতীয়তাবাদী দল বি এন পির আংশিক ০৭ সদস্য আহবায়ক  কমিটি  ঘোষণা করা হয়েছে।
 বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দল  বি এন পির সিনিয়র  যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল  কোবির রেজবী স্বাক্ষরিত প্রেস নোট এর মাধ্যমে জানানো হয়।
মেহেরপুর জেলা  বি এন পির  আহবায়ক গাংনী উপজেলার কৃতি সন্তান জননেতা জনাব মোঃ জাভেদ মাসুদ মিল্টনকে আহবায়ক করে ০৭ সদস্য  কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে যারা আছেন ০১। জনাব জাভেদ মাসুদ মিল্টন আহবায়ক ০২। আমিরুল ইসলাম যুগ্ম আহবায়ক ০৩। জাহাঙ্গীর বিশ্বাস যুগ্ম আহবায়ক ০৪। ফয়েজ মোহাম্মদ যুগ্ম আহবায়ক  ০৫। এ্যাডঃ কামরুল ইসলাম সদস্য সচিব ০৬। মাসুদ অরুণ সদস্য   ০৭। আমজাদ হোসেন সদস্য।
শুক্রবার বাদ আসর গাংনী উপজেলা বি এন পির  পাটি  (জাভেদ মাসুদ মিল্টনের) অফিস থেকে  আনন্দ  মিছিল  বের হয় মিছিল টি গাংনী উপজেলা চত্বর হয়ে  আবার গাংনী বাজার এসে শেষ হয়।
এ সময় গাংনী পৌর বি এন পির সাধারণ সম্পাদক মকবুল হোসেন  মেঘলার সঞ্চালনায় গাংনী উপজেলা বি এন পির  সভাপতি রেজাউল হক বক্তব্য রাখেন ও অভিনন্দন জানান ।  বাংলাদেশ জাতীয়বাদী দল বি এন পির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে।
আরও বক্তব্য রাখেন বামুন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ আউয়াল বিশ্বাস সহজেলা যুবদলের আহবায়ক কাওছার হোসেন।