প্রেস বিজ্ঞপ্তি: চুয়াডাঙ্গা জেলার জীবননগরে গোয়ালপাড়া গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলহাজ্ব সিরাজুল ইসলাম সেবা সংঘ’-এর উদ্যোগে গোয়ালপাড়া ও পার্শ্ববর্তী এলাকার মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। অত্র সংগঠনের সহসভাপতি মো. সোহেল পারভেজের সভাপতিত্বে বৃত্তি-সংবর্ধনা অনুষ্ঠান পরিচালিত হয়।
গত ২৫ নভেম্বর ৪র্থ থেকে ১০ম পর্যন্ত অধ্যয়নরত রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের নির্ধারিত সিলেবাসের উপর বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান এই পাঁচটি বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রত্যেক শ্রেণি থেকে ৩ জনকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়। মোট ২১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ৭ জন ট্যালেন্টপুল ও ১৪ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হয়েছে।
গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বৃত্তি-সংবর্ধনা অনুষ্ঠানে গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, সহকারী শিক্ষক মো. আবু মোতালেব, অত্র সংগঠনের উপদেষ্টা মো. জহুর আলম, মো. রবিউল হালসানা, ওবায়দুল্লাহ হালসানা, মো. শামসুল হুদাসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের অভিভাবক ও গ্রামের সুধীবর্গ মনে করেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী ও প্রতিযোগী করে তুলতে এই বৃত্তি প্রদান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এছাড়াও সংগঠনের পক্ষ থেকে গোয়ালপাড়া গ্রামের ২৯ জন দরিদ্র ব্যক্তিকে শীতের কম্বল প্রদান করা হয়েছে।
Leave a Reply