গাংনী(মেহেরপুর) প্রতিনিধি :
তারুণ্য উৎসব ২০২৫ উৎযাপন উপলক্ষে গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জানুয়ারী) বিকালে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা।
এসময় গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সোনা, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মাসুদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মনসুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাছিমা খাতুন, সমাজসেবা অফিসার আরশাদ আলী, আনসার ভিডিপি অফিসার সাঈদুর রহমান সাঈদ, যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান, উপজেলা খাদ্য অফিসার ইশরাত জাহান, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহা. আলম হুসাইন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী কানন, সাধারণ সম্পাদক মিয়াদুল ইসলাম, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাংনী শাখার সংগঠক আমির হামজা, রাইপুর ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারগিদুল ইসলাম, ধানখোলা ইউনিয়ন পরিষদ ফিরোজুল ইসলাম, সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা: আসমা তারা।
প্রস্তুতি সভায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, প্রধান উপদেষ্টার উদ্দীপক ঘোষণা ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ বাস্তবায়নে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫ বিপিএলের সঙ্গে সমন্বয় করে মাসব্যাপী দেশব্যাপি ইয়ুথ ফেস্টিভাল বাস্তবায়নের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
তারুণ্য উৎসব ২০২৫ উৎযাপন উপলক্ষে গাংনী উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে ‘তারুণ্যের মেলা’ আয়োজনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
উচ্চ শিক্ষা বিভাগের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। এর মধ্যে থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে কার্যক্রম চলাকালীন সময়ে শ্রেণী কক্ষ ও নিজস্ব প্রতিষ্ঠান প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা।
এছাড়া, জুলাই বিপ্লবকে অর্থবহ করতে তারুণ্যের প্রতীক ৩৬ জুলাইকে সবার মাঝে তুলে ধরার লক্ষ্যে সব প্রতিষ্ঠানকে সুবিধাজনক সময়ে তারণ্য মেলা আয়োজন করতে হবে।
মেলায় জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদী কার্যক্রমের তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তুলে ধরতে হবে এবং ফ্যাসিবাদ বিরোধী ব্যক্তিদের নিয়ে আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টি-টেন ক্রিকেট টূর্ণামেন্ট, ব্যাডমিন্টন, ফুটবল খেলার আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সপ্তাহে একদিন শ্রেণী চলাকালীন কোন এক নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উদ্যোক্তা ব্যক্তিদের জীবন ও সফলতার গল্প তুলে ধরতে বলা হয়েছে। একই সঙ্গে পলিথিন ও পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিষয়ে সবাইকে সচেতন করার লক্ষ্যে অভিভাবক সমন্বয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানের সমাবেশ করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পর্যায়ে তারুণ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ৩৬ জুলাই প্রেক্ষাপট নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাজানো হবে নানা ধরণের অনুষ্ঠান মেলার।
Leave a Reply