শিক্ষা সহযোগিতা ও একাডেমিক বিনিময়ে হস্তক্ষেপ করা ঠিক না : চীন

সম্প্রতি ট্রাম্প সরকার মার্কিন দূতাবাস এবং কনস্যুলেটগুলোকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা সাক্ষাৎকার স্থগিত করার নির্দেশ দিয়েছে। এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তর দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

২৮ মে, বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে, সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, চীন সংশ্লিষ্ট অবস্থা লক্ষ্য করেছে। চীন সবসময় মনে করে যে, স্বাভাবিক শিক্ষা সহযোগিতা ও একাডেমিক বিনিময়কে হস্তক্ষেপ করা ঠিক না। চীন যুক্তরাষ্ট্রকে কার্যকরভাবে চীনা শিক্ষার্থীসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বৈধ স্বার্থ নিশ্চিত করার তাগিদ দেয়।

সূত্র: শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।