চীন বিশ্ব অর্থনীতির উন্নয়নে নিজস্ব অবদান রাখার চেষ্টা করবে : পররাষ্ট্র মন্ত্রণালয়

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, ২৬ জুন (বৃহস্পতিবার) এক প্রেস ব্রিফিংয়ে বলেন, চীনে অন্যান্য দেশের প্রতিষ্ঠানের বিনিয়োগকে স্বাগত জানায় বেইজিং।

মুখপাত্র কুও বলেন, ১৬তম গ্রীষ্মকালীন দাভোস ফোরাম থিয়েনচিনে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেন এবং বিভিন্ন দেশের অতিধি এবং শিল্প ও বাণিজ্য মহলের প্রতিনিধিদের সাথে আলোচনা করেন।

কুও চিয়া খুন আরও বলেন, চীন অবিচলভাবে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নকে সমর্থন করে যাবে। চীন পরামর্শের মাধ্যমে দ্বন্দ্ব ও পার্থক্য সমাধানের পক্ষে, পারস্পরিক কল্যাণকর সহযোগিতার মাধ্যমে সাধারণ স্বার্থ রক্ষার পক্ষে। চীন বিশ্ব অর্থনীতির উন্নয়নে নিজস্ব অবদান রাখার চেষ্টা অব্যাহত করবে।

সূত্র :অনুপমা-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।