চীনা বিনিয়োগে স্বাগত ইউরোপ, সহযোগিতা গভীর করতে আহ্বান লি ছিয়াংয়ের

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গত (বৃহস্পতিবার) বিকেলে মহাগণভবনে ইউরোপীয় কমিশন (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইনের সঙ্গে চীন-ইউরোপ শিল্পপতি আলোচনা সভায় অংশ নেন।

দু’পক্ষের প্রতিষ্ঠান প্রতিনিধিদের বক্তব্য শোনার পর লি ছিয়াং বলেন, বর্তমানে আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক শৃঙ্খলা গুরুতর ঝুঁকির সম্মুখীন হচ্ছে। এতে চীন-ইউরোপ সহযোগিতার কৌশলগত তাত্পর্য আরো স্পষ্ট হয়ে উঠেছে। দু’পক্ষ পরিষেবা বাণিজ্য, বৈজ্ঞানিক উদ্ভাবন, সবুজ অর্থনীতি ও তৃতীয় পক্ষ সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রকে কেন্দ্র করে, আরো বেশি নতুন সহযোগিতামূলক খাত বাড়াতে পারে। দু’পক্ষের প্রতিষ্ঠানগুলো উন্মুক্ত দৃষ্টিভঙ্গী পোষণ করে, সমন্বিত চাহিদা ঘনিষ্ঠতর করে, শিল্প বিনিয়োগ, যৌথ গবেষণা-উন্নয়ন ও বাজার সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা গভীরতর করার প্রত্যাশা করেন লি ছিয়াং। এছাড়া তিনি আশা করেন, ইউরোপ সেখানে যাওয়া চীনা প্রতিষ্ঠানের জন্য ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করবে।

ভন ডার লেইন বলেন, ইউরোপ দু’পক্ষের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীকে কাজে লাগিয়ে, চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে, সরবরাহ চেইনের স্থিতিশীলতা ত্বরান্বিত করে, যথাসাধ্য মতভেদ সমাধান করতে, সুষ্ঠু সহযোগিতা ও ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করতে ইচ্ছুক। আরো চীনা প্রতিষ্ঠানকে ইউরোপে বিনিয়োগের জন্য স্বাগত জানান ইসি প্রেসিডেন্ট।

সূত্র:প্রেমা-হাশিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।