এসিআই মটরস্ এর সোনালিকা ডে অনুষ্ঠিত 

এসিআই মটরস্ এর সোনালিকা ডে অনুষ্ঠিত
ঝিনাইদহ সংবাদদাতা : প্রতি বছরের ন্যায় এবারও এসিআই মটরস্ এর সার্বিক আয়োজনে ঝিনাইদহ রয়েল মটরস্ এর সহযোগিতায় সোনালিকা ডে ২০২৪ বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ শহরের জোহান ড্রীমভ্যালী পার্ক সংলগ্ন খোলামাঠ প্রাঙ্গনে দিনব্যাপি এই সোনালিকা ডে অনুষ্ঠিত হয়। সেসময় এসি আই মটরস্ এর ঝিনাইদহ এরিয়ার ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান সায়েম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরস্ এর ডিলার ইয়ানুর রহমান রয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ এরিয়ার টেরিটোরির ম্যানেজার মোঃ সবুর মিয়া। আরো উপস্থিত ছিলেন আরটিএম মোহাম্মদ আরিফুল ইসলাম, ঝিনাইদহ টেরিটোরির সিনিয়র মার্কেটিং অফিসার সাগর কুমার দাস, রিকোভারি অফিসার হাবিব, কোটচাঁদপুর টেরিটরির সিনিয়র মার্কেটিং অফিসার মোঃ সুজন আলী, সিনিয়র রিকভারি অফিসার মোঃ রফিকুল ইসলাম, শৈলকুপা টেরিটরির সিনিয়র মার্কেটিং অফিসার মোঃ তারেক হোসেন, রিকভারি অফিসার মোঃ আব্দুল কুদ্দুসসহ জেলার সকল উপজেলার এসিআই প্রোডাক্ট এর ক্রেতা, পুরাতন গাড়ীর মালিক ও ড্রাইভারসহ মেরামত সেবা গ্রহনকারীগণ উপস্থিত ছিলেন। সোনালিকা ডে উপলক্ষে পুরাতন গ্রাহকগণ বিনামুল্যে সার্ভিস গ্রহন ও স্বল্প মুল্যে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ক্রয় করেন।