মেহেরপুরে ঘুর্ণিঝড় ” দানা”র প্রভাবে সবজিসহ রোপাআমনের  ব্যপক ক্ষতি

মেহেরপুরে ঘুর্ণিঝড় ” দানা”র প্রভাবে সবজিসহ রোপাআমনের  ব্যপক ক্ষতি
“সরেজমিনে মেহেরপুর জেলার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা”
মোঃ মিয়াদুল ইসলামঃ গাংনী ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব পড়েছে মেহেরপুরে জেলাতে। বৈরী আবহাওয়া ও সৃষ্ট নিম্নচাপের কারণে
মেহেরপুর জেলার ওপর দিয়ে  তিন দিনের অবিরাম বৃষ্টি ও হালকা ঝড়োহাওয়ায় বিভিন্ন প্রকার সবজিসহ রোপা আমনধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মরিচসহ বিভিন্ন সবজি বিনষ্টের পাশাপাশি অনেক নিচু এলাকার আমন ধান পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরও মাছের ঘের।  প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করেছেন জেলা কৃষি বিভাগ।
গত  বৃহস্পতিবার (২৪ অক্টোবর ) থেকে শুরু হওয়া এই ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টি সোমবার (২৬ অক্টোবর ) বিকেল পর্যন্ত একইভাবে তা অব্যাহত রয়েছে। এতে আমন ধান পানিতে তলিয়ে গেছে ও মাটিতে নেতিয়ে পড়েছে। একই অবস্থা মরিচ, লাউ, চিচিঙ্গা, ঢেড়শ, মিস্টি কুমড়া, বাঁধাকপি, ফুলকপির ক্ষেতসহ বিভিন্ন সবজি ক্ষেতের।
কৃষকরা বলছেন, বেশ কয়েক বছর পর অতিবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা মোটা অঙ্কের লোকসানে পড়বেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিক থেকে ঘুর্ণিঝড় ‘দানা’ বাংলাদেশর দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানলে মেহেরপুর জেলাতে এর প্রভাব পড়ে।  জেলায় শুরু হয় ভারি বৃষ্টি ও ঝড়োহাওয়া।
ইতোমধ্যে জেলা কৃষি অফিস ফসলের ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করেছেন।
কৃষি অফিসের তথ্য অনুযায়ী জেলায় এবছর মরিচ – আবাদ হয়েছে  ৪ হাজার ৫৩০ হেক্টর। এর মধ্যে ১ হাজার ৫০০ হেক্টর জমির মরিজের জমির ক্ষতি হয়েছে।
মাসকলাই আবাদ হয়েছে  ১ হাজার ৫৪৯  হেক্টর।  এর মধ্যে ক্ষতি হয়েছে ১৮০ হেক্টর জমির মাসকলাই।
বিভিন্ন শীতকালীন সবজি ৮৯৯ হেক্টর।  ২৩৯ হেক্টর সবজি পানিতে তলিয়ে আছে।
পেয়াজের ক্ষতি- হয়েছে ৩৪৫ হেক্টর এবং রোপা আমন আবাদ হয়েছে প্রায় ২ হাজার ৩৮০ হেক্টর।