এম. এইচ রুবেল: ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল বলেছেন, আমরা শহীদ বুদ্ধিজীবীদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শাসন ও শোষণ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই স্বাধীন বাংলাদেশের মাটিতে কোন অন্যায় অবিচার দেখলে তা প্রতিরোধ করতে হবে।
শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মো: আব্দুল আওয়াল, জেলা প্রশাসক, ঝিনাইদহ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম-সেবা। এ সময় তিনি সকল শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধাভারে স্মরণ করেন ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
সভায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, স্কাউটস ও বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।
Leave a Reply