আল মদিনা হোমিও ডক্টর চেম্বার এর স্বত্বাধিকারী তিনি একটি হাসপাতাল স্থাপন করেছেন এই হাসপাতালটির শুভ উদ্বোধন ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে বসুভান্ডারদহ গ্রামে। ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন ডা.মাও.শহিদুল ইসলাম সিদ্দিকী। তিনি এই এই গ্রামের কৃতি সন্তান। গ্রামের দুস্থ গরিব এতিম প্রতিবন্ধী বিধবা এবং অসহায় মানুষের সেবার জন্য তিনি একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন সে হাসপাতালটি আজকে শুভ উদ্বোধন হলো।
হাসপাতালটির নাম “ডা. শহিদুল হোমিওপ্যাথিক মডেল হাসপাতাল”৭ জন ত্যাগী চিকিৎসক এবং ১৫ জন সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে একটি হাসপাতাল শুরু করেন আজ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল -অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলী সভাপতি অত্র হাসপাতাল। (ডা.মো:আরিফুল হক- সহ-সভাপতি যুবদল জেলা শাখা) আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ খোরশেদ আলী বিশ্বাস- সাংগঠনিক সম্পাদক ৪নং শংকরচন্দ্র ইউ পি বিএনপি। আরো উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড মেম্বার টোকন বিশ্বাস৷
উথলীর জনাব মমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন বসুভান্ডারদহ গ্রামের মান্য ব্যক্তিবর্গ হাসপাতাল টির উপদেষ্টা মোঃ ছন্নত আলী,সোহেল রানা,মেহের মন্ডল,আ:রহিম,ডা.সাদেকুল,ডা. মারুফা,ডা. শরিফুল,ডা.রেবেকা,ডা. নাজমিন নাহার নেহা প্রমুখ।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মাও. শহিদুল ইসলাম সিদ্দিকীকে এবং ক্রেস্ট ও স্বর্ণপদক দিয়ে ভূষিত করেছেন হাসপাতালটির সভাপতি অধ্যক্ষ মীর মোঃ জান্নাত আলি। যারা ডাক্তার হিসেবে হাসপাতাল নিয়োগ পেয়েছেন তাদেরকেও ক্রেস্ট দিয়ে সম্মানিত করেছেন হাসপাতালটির কমিটির নেতৃবৃন্দ।
এই হোমিওপ্যাথিক হাসপাতালে ৩১৮ জন হতদরিদ্র গরিব অসহায় এতিম প্রতিবন্ধী এবং বিধবা চিকিৎসা সেবা ফ্রিতে পেয়েছেন। এলাকাবাসী অনেক খুশি গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা হয়েছে এজন্য। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মাও. শহিদুল ইসলাম সিদ্দিকী হাসপাতালের উত্তরোত্তর উন্নতি এবং সেবার মান যেন ভালো রাখা রাখতে পারে সেজন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
Wed 1:24 PM
Leave a Reply