দর্শনা কেরুজ চিনিকলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা-দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী চিনিকলে ২০২৪-২০২৫ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার সময় দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী চিনিকলে আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। কেরুজ ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাশে চিনি ও খাদ্য শিল্প করর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা দায়রা জজ মোঃ আকবর আলী শেখ ,  জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম প্রমুখ।

তবে কেরু চিনিকল সুত্রে জানা গেছে, এ বছর বাংলাশে চিনি ও খাদ্য করর্পোরেশন কর্তৃক ২০২৪-২৫ আখ মাড়াই মওসুমের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৬৫ মাড়াই দিবসে ৭০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২০০ মেট্রিকটন। যার গড় মাড়াই হার ধরা হয়েছে ১ হাজার ১৫০ মেট্রিকটন। চিনি আহরণের গড় হার নির্ধারণ করা হয়েছে ৬ শতাংশ। চলতি মাড়াই মৌসুমে ৫ হাজার ১০০ একর জমিতে আখচাষ দণ্ডায়মান রয়েছে। এর মধ্যে কৃষকের জমিতে ৩ হাজার ৪৫৫ একর এবং কেরুজ নিজস্ব জমিতে ১ হাজার ৬৪৫ একর আখ রয়েছে।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চিনিকল লাভজনক করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনারা ক্ষেত্রে অন্য কিছু ব্যবহার না করে কোদ।