স্টাফ রিপোর্টার:
‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের সঙ্গে চুয়াডাঙ্গায়ও উদযাপন হলো ভিডিপি দিবস-২০২৫। রবিবার (০৫ জানুয়ারি) সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কার্যালয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে জেলা কমান্ড্যান্ট ফারুক ইসলামের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে স্বেচ্ছায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং বিনামূল্যে রক্তের গ্রুপ টেস্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। আয়োজিত কর্মসূচিতে ১৫০জন ভিডিপি সদস্য-সদস্যা এবং জেলার আনসার ভিডিপি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট বলেন, ‘একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি।’ জেলা কমান্ড্যান্ট সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহতী উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করতে চুয়াডাঙ্গার সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন- গ্রামে-গঞ্জে ছড়িয়ে থাকা বাহিনীর সদস্যরাই এ বাহিনীর প্রাণ। বিভিন্ন সামাজিক সমস্যা যেমন ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ইত্যাদি প্রতিরোধে এবং দুর্যোগের সময় তারা সচেতনতা সৃষ্টি করে ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে।
আরও উপস্থিত ছিলন- সার্কেল অ্যাডজুট্যান্ট, আবুল হাসানাত লতিফুল আলম, উপজেলা প্রশিক্ষক আরিফুল রহমান, আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, ইউনিয়ন দলনেত্রী তাহমিনা খাতুন, ইউনিয়ন দলনেতা রহমত আলী প্রমুখ।
Leave a Reply