আগুনের কন্ঠে আরমান ভূঁইয়ার লেখা ও সুরে “এই শহরে” শুভ মুক্তি

বাংলাদেশী বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক, মেঘনা -পদ্মা পাড়ের চাঁদপুরের ছেলে স্বনামধন্য লেখক, গীতিকার ও সুরকার আরমান ভূঁইয়ার লেখা ও সুরে এবার গেয়েছেন জনপ্রিয় ও দেশবরেণ্য সংগীতশিল্পী – আগুন। যিনি প্রায়ত নায়ক সালমান শাহের লিপে অনেক মুভিতে অসংখ্য সুপারহিট গান করেছেন এবং অনেক হিট গানের গায়ক। গানটিতে মিউজিক করেছেন- আরেক দেশবরেণ্য সংগীত পরিচালক- মান্নান মোহাম্মদ। গানের শিরোনাম “এই শহরে “ গানটি প্রকাশ হচ্ছে- এ বি এন্টারটেইনমেন্টের চ‍্যানেল থেকে।

আরমান ভূঁইয়ার নিজে সুরে ও কথায় এটি একটি স‍্যাড সংগীত। গানটি জনপ্রিয় গায়ক আগুন অনেক দরদ দিয়ে গেয়েছেন । আগুন নিজেও বলেছেন আরমান ভূঁইয়ার লেখা ও সুর আমার ভীষণ ভালো লেগেছে তাই গানটি করলাম এবং আশা করি আরমান ভুঁইয়া আরো সুন্দর সুন্দর গান লিখবেন ও সুর করবেন এতে আমাদের বাংলা গান ও সংগীত অঙ্গনে আরো ভালো কিছু আমরা পাবো যা বাংলা সংস্কৃতিকে জাগিয়ে রাখবে।

সংগীত পরিচালক- মান্নান মোহাম্মদ বলেছেন- গানটির কথা ও সুরে তিনি মুগ্ধ হয়ে চমৎকার মিউজিক করেছেন এবং গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে। আরমান ভূঁইয়া বলেছেন- “ এই শহরে” গানটি পৃথিবীর সকল শহরকে নিয়ে লেখা। তাই ভাবনায় হারিয়ে যাওয়া একটি স্যাড গান। আগুন ভাই একজন গুনি নামকরা গায়ক যার অসংখ্য সুপারহিট গান চলচ্চিত্র সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে আছে। তাই অনেক চিন্তা করে সুর করলাম আর লেখাটা আগেই করা ছিলো।

আগুন ভাই শুনে রাজি হলেন তাইতো আমিও আনন্দিত। আরমান ভূঁইয়ার সম্প্রতি নাটকে “ প্রেম তবু হারে না” জি সিরিজের ব্যানারে এই গানটি সুপারহিট হয়। নাটকের নামও “ প্রেম তবু হারেনা “ জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিসা ও আরশ খান অভিনীত।

এছাড়া- এই মনে – মাহতিম সাকিব তোমাকে চাই – অবন্তী সিঁথি
বন্ধুয়া বিহনে – সাথী খান হায় হ‍্যালো – মোহাম্মদ মিলন আকাশ নীলে – সজীব দাশ ও মারুফা তৃষা বন্ধু তুমি প্রবাসী- মৌমিতা আফরোজ
তোমার কেন জ্বলে- শিমুল হাসন মানুষ তুমি বহুরুপী- গগন সাকিব
কি ছবি দেখ‍্যাইলা – সফিউল বাদশা কি ছিলে অপরাধ
রাখবো তোমায় আদরে – মির্জা নিশাত এমন অসংখ্য গানের লেখক ও সুরকার তিনি।

আগামীতে আসছ – আসিফ আকবর, এস ডি রুবেল , রবি চৌধুরী, পলাশ, মনির খান , কোনাল, কনা , আতিয়া আনিশা, আনিকা সহ অনেকের গান নিয়ে।

প্রবাসে থেকে কর্মব্যস্ত জীবনের পাশাপাশি তিনি বাংলাদেশের প্রতি মানুষের প্রতি ভালোবাসা থেকে বাংলা সংস্কৃতিকে বুকে লালন করে প্রশান্ত মহাসাগরের পাড়ে বসে গান লিখছেন ও সুর করছেন যাহা অনেক কঠিন সাধনা। আরমান ভূঁইয়ার উল্লেখযোগ্য কবিতার বই “ ইচ্ছে গুলো” রকমারি সহ অনেকগুলো অন লাইন ও বাংলা একাডেমিতে পাওয়া যায়।