সু হাও লিয়াং ইউএনডিপি-র ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে নিযুক্ত

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস বর্তমান জাতিসংঘের উপ-মহাসচিব ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-র সহযোগী প্রশাসক সু হাও লিয়াংকে, ইউএনডিপি-র ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে নিযুক্ত করেছেন, যা ইউএনডিপি-র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

চীনা নাগরিক সু হাও লিয়াং ২০২৩ সালের জুন থেকে ইউএনডিপি-র সহযোগী প্রশাসক হিসেবে কাজ করছেন। এর আগে, তিনি জাতিসংঘ সদরদপ্তর, এবং এশিয়া- প্যাসিফিক, ইউরোপ ও মধ্য-এশিয়াসহ একাধিক আঞ্চলিক অফিসে কাজ করেছেন।

উল্লেখ্য, সু হাও লিয়াং চীনের থংচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন এবং যুক্তরাষ্ট্রের স্টিভেনস ইনস্টিটিউট অফ টেকনোলজি ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সূত্র:
অনুপমা-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।